(১৯১৭-১৯৯৯)
পিতাঃ মরহুম জনাব আসলাম আঢ্য
আমার পিতা মরহুম জনাব বেলায়েত হোসেন সাহেব ১৯১৭ সালে জন্ম গ্রহন করেন। আমার দাদা মরহুম জনাব আসলাম আঢ্য সাহেবের পিতা মরহুম জনাব ছফর উদ্দিন আঢ্য সাহব খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তিনি যখন নতুন বাড়ী করে নতুন বাড়ীতে চলে যান তখন উনার তৃতীয় ছেলে আসলাম আঢ্য পুরাতন বাড়ীতে থেকে যান। আসলাম আঢ্য সাহেবের তিন ছেলে। বড় ছেলে আবুল হোসেন কলিকাতায় বাটা সু-কোম্পানীতে চাকুরী করতেন। অনেক দিন চাকুরী করার পর অসুস্থ্য হয়ে পড়েন। কিছু দিন রোগে ভোগার পর ১৯৫৫ সালে মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান। উনার মৃত্যুর সময় ছেলে মেয়েরা খুবেই ছোট ছিল। আমার পিতা মরহুম জনাব বেলায়েত হোসেন বড় ভাইয়ের ছোট ছেলে মেয়েদেরকে লেখাপড়া শিখিয়ে বিয়ে দেন।
মরহুম জনাব বেলায়েত হোসেনের ৪ ছেলে ও ৪ মেয়ে। বড় ছেলে নুরুন নবী ও ২য় ছেলে আলমগীর চাটখিল বাজারে বাটার দোকান করে। সেজ ছেলে জাহাঙ্গীর হাজীগঞ্জে বাটার দোকান করে। ছোট ছেলে আবু সাঈদ আমেরিকায় থাকে। আমার পিতা লেখাপড়া খুব বেশি করেননি। উনি বহুগুনের অধিকারী ছিলেন, গ্রামের কোন সালিস-দরবার উনাকে ছাড়া হতো না। উনাকে বাদ দিয়ে বাড়ী/ এলাকায় কোন বিয়ে সাধীর চিন্তাও করা যেতো না। আমার পিতা খুব ধৈয্যশীল ছিলেন। উনার ঐকান্তিক চেষ্টায় আমাদের লেখাপড়া হয় এবং আমার ছোট ভাইয়েরা ব্যবসা বানিজ্যে হাল ধরতে পেরেছে।
লেখকঃ এ.কে.এম গিয়াস উদ্দিন নুরুন নবী (তরুন)