Skip to content Skip to main navigation Skip to footer

মরহুম জনাব ইদ্রিস নবী আঢ্য

  • এপ্রিল 25, 2024

পিতাঃ মরহুম জনাব ইমাম উদ্দিন আঢ্য

আমার পিতা ইদ্রিস নবী আঢ্য ১৯… সালে জন্ম গ্রহন করেন। উনার পিতা অর্থ্যাৎ আমার দাদা মরহুম জনাব ইমাম উদ্দিন আঢ্য সাহেবের দুই বিয়ে। উনার প্রথম সংসারে দুই ছেলে আবদুর রেজ্জাক ও তীতা মিঞা। আমার দাদার ২য় সংসারে তিন ছেলে – মুসলীম মিঞা, ইয়াকুব নবী ও ইদ্রিস নবী। আমার পিতা ইন্দ্রিস নবী ভাইদের মধ্যে সবকনিষ্ঠ। আমার পিতারও দুই বিয়ে। আমার পিতার প্রথম সংসারে আমরা ৪ ভাই। বড় ভাই সহিদ উল্ল্যা দ্বিতীয় ভাই শাফায়াৎ উল্ল্যা। আমি তৃতীয় এবং সবকনিষ্ঠ শফিক উল্ল্যা। আমার পিতার ২য় সংসারে আমার এক ভাই সিরাজদ্দৌলা (সিরাজ)। ছোটবেলায় আমাদের মা মারা যান। যার ফলে আমাদের পিতা ২য় বিয়ে করতে বাধ্য হন। আমাদের ছোট মা আমাদেরকে নিজের সন্তানের মত আদর যত্ন করে মানুষ করেন। যার ফলে আমরা সব ভাই লেখাপড়া করে আজ মানুষ হতে পেরেছি। বতমানে আমরা প্রত্যেক ভাই সব দিকদিয়ে প্রতিষ্ঠিত। আমাদের একমাত্র বোন পেয়ারা বেগম শশুর বাড়ীতে ভালো অবস্থায় আছে। আমার বড় জ্যাঠা মুসলিম মুহুরী সাহেব যোগীবাড়ী ক্রয় কর সে বাড়ীতে চলে যান। ছোট জ্যাঠা মানে ইয়াকুব নবী সাহেব ও দরয়ানী বাড়ীর নিকটে বাড়ী করে সেখানে চলে যান। আমার দুই ছেলে এবং আমার প্রত্যেক ভাইয়ের ও দুই ছেলে।

লেখকঃ এ.কে.এম গিয়াস উদ্দিন                                                                        রফিক উল্ল্যা

There are no comments yet

Leave a Comment