Skip to content Skip to main navigation Skip to footer

মরহুম আলহাজ্ব রহমত উল্ল্যা চৌধুরী

  • এপ্রিল 25, 2024

পিতাঃ মরহুম মাইন উদ্দিন আঢ্য

আমার পিতা মরহুম রহমত উল্ল্যা চৌধুরী সাহেব ১৮ … সালে জন্ম গ্রহন করেন। উনার পিতা মরহুম মাইন উদ্দিন আঢ্য সাহেবের ৪ ছেলে। আমার পিতা সৎ, ন্যায়নিষ্ঠ ব্যক্তি ছিলেন। তিনি কখনও অন্যায়কে প্রশ্রয় দিতেন না। যা সত্য বলে মনে করতেন তা বিনা দ্বিধায় প্রকাশ করতেন। আমার বড় ভাই হাজী গোলাম মাওলা সাহেব ১৯৪২ সালে মেট্টিক পাশ করে রেলওয়েতে চাকুরী নেন। বতমানে অবসর জীবন যাপন করছেন। উনার দুই ছেলে ও এক মেয়ে। উনার পরে আমি। আমি টাইটেল পাশ করে ঢাকার মোহাম্মদপুরের কাজী নিয়োগ প্রাপ্ত হই। দীঘ ৪০ বৎসর যাবত উক্ত এলাকায় কাজীর দায়িত্ব পালন করে আসছি। আপনাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় আমি অনেক টাকার মালিক হই এবং ঢাকায় আমার কয়েকটা বাড়ী আছে। আমার ৪ ছেলে ও ৩ মেয়ে। আমার বড় ছেলে গোলাম আজম (নাসিম) লেখাপড়া করে শেয়ারের ব্যবসা করে। অন্যান্য ছেলেরা ও ব্যবসার সাথে জড়িত। আমার ছোট ভাই গোলাম কুদ্দুস এম.এ পাশ করে সরকারী চাকুরী করতো। বতমানে অবসর গ্রহন করেছে। তার ২ ছেলে ও ১ মেয়ে। ছেলেরা উচ্চ শিক্ষিত।

আমার ভাই আবুল খায়ের সারা জীবন প্রাইমারী স্কুলের মাষ্টার ছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমি যখন এই লেখাটি লিখছি তখনই সে ইন্তেকাল করে (২১-৯৭-২০০৪)। তার ২ ছেলে ও ৪ মেয়ে। এক ছেলে ও দুই মেয়ের বিয়ে হয়েছে। আমার সবকনিষ্ঠ ভাই জীবন বীমা কর্পোরেশনে চাকুরী করে। তার ২ মেয়ে।

লেখক- এ.কে.এম. গিয়াস উদ্দিন                                               কাজী গোলাম কিবরিয়া চৌধুরী

There are no comments yet

Leave a Comment