Skip to content Skip to main navigation Skip to footer

শুরু আঢ্য বাড়ি

  • এপ্রিল 16, 2024

আঢ্য পরিবারের পূব পুরুষদের ইতিহাস জানতে গিয়ে, প্রথমত তিন জনের নাম পাওয়া যায়। এর মধ্যে তিন জনের নাম ১) সুয়াগাজী ২) লালগাজী ৩) রনগাজী। ধারনা করা যায় যে, আমাদের পূব পুরুষ সম্ভবত গাজী পদবিধারী ছিলেন। তবে সুয়াগাজী এবং লালগাজী কখন কোথা থেকে এসে বসতি স্থাপন করেন তাদের পূব পুরুষদের ইতিহাস বাহির করা সম্ভব হয় নাই। যদিও পুরাতন আঢ্য বাড়ির পশ্চিমে সুয়াগাজী এবং লালগাজী বাড়ির ভিটার খোঁজ পাওয়া যায়। তাছাড়া লালগাজী বাড়ির এবং পুকুরের সন্ধান পাওয়া যায়।

রনগাজী সাহেবের বংশধর এবং বসতিঃ

আফসার উদ্দিন আঢ্য সাহেব এবং বদর উদ্দিন আঢ্য সাহেব এর পিতা রনগাজী আঢ্য (তারিখ পাওয়া যায় নাই) পেশা তালুকদারী । তাঁদের পূব পুরুষ কখন কোথা থেকে এসেছে তা এখন পযন্ত উদঘাটন করা সম্ভব হয় নাই। মূল বাড়িতে রনগাজী আঢ্য সাহেবের বড় ছেলে আফসার উদ্দিন আঢ্য সাহেব বাড়ির উত্তর অংশে এবং ছোট ছেলে বদর উদ্দিন আঢ্য সাহেব বাড়ির দক্ষিণ অংশে বসবাস শুরু করেন। উনাদের পিতার নাম রনগাজী। আমাদের আঢ্য পদবি কিভাবে এসেছে তা এখনও জানা সম্ভব হয় নাই। কিন্তু রনগাজী ছেলেদের নামে আঢ্য পদবি পাওয়া যায়। ধারনা, সেই থেকে আঢ্য পরিবার এর সুত্রপাত হয়েছে।

বাড়ির দক্ষিণ অংশের বদর উদ্দিন আঢ্য এর ৪ ছেলে ১ মেয়ে এর মধ্যে ২য় ছেলের নাম মাইন উদ্দিন আঢ্য। মাইন উদ্দিন আঢ্য এর ৪ ছেলে, তালুকদারী পেশা আমাদের বংশানুক্রমীকভাবে প্রাপ্ত এবং তখনকার সময় সফলভাবে তালুকদারী পেশা পালন করার কারনে, বিট্রিশ সরকার কর্তৃক মাইন উদ্দিন আঢ্য সাহেবের ৪ ছেলেকে চৌধুরী উপাধী প্রাপ্ত হন। তখন থেকে ৪ জনের নামের শেষে চৌধুরী উপাধী দেওয়া হয়- ১) আব্দুল আজিজ চৌধুরী ২) আনোয়ার উল্যা চৌধুরী ৩) রহমতৎ উল্যা চৌধুরী ৪) লকিয়ৎ উল্যা চৌধুরী ।

এটি একটি বাংলা পোস্ট

There are no comments yet

Leave a Comment