(১৯১৫-১৯৭১)
পিতাঃ মরহুম জনাব ছলিম উদ্দিন আঢ্য
আমার পিতা মোঃ মোশারেফ হোসেন সাহেব ১৯১৫ সালে জন্মগ্রহন করেন। আমার পিতার ৫ ভাই এবং ২ বোন ছিলো। আমার নানা জালাল উদ্দিন উনার একমাত্র মেয়ে আছিয়া খাতুনকে উনার বড় ভাই সলিম উদ্দিনের বড় পুত্র মোশারেফ হোসেনের সঙ্গে বিয়ে দেন। আমি আমার পিতামাতার একমাত্র পুত্র সন্তান। আমার চাচারা সব খামার বাড়ীতে চলে যান। আমার পিতা উনার শ্বশুর জালাল উদ্দিনের সম্পত্তি নিয়ে মুল বাড়ীতে থেকে যান। আমার পিতা ৫৬ বৎসর বয়সে ১৯৭১ সালে মারা যান। আমার পাঁচ ছেলে ও এক মেয়ে। আমি বতমানে পুরাতন বাড়ীতে থাকি। আমার চাচারা সকলে খামার বাড়ীতে থাকেন। বতমানে আমার ছোট চাচা ছাড়া অন্য সকলেই মারা গেছেন।
লেখকঃ এ.কে.এম গিয়াস উদ্দিন ইব্রাহিম খলিল (খোকা)