পিতাঃ মরহুম জনাব মনির উদ্দিন আঢ্য
আমার পিতা মরহুম জনাব মোঃ নুর বক্স আঢ্য সাহেবেরা সাত ভাই ও এক বোন ছিলেন। উনার বড় ভাই ফয়েজ বক্স সাহেবের তিন ছেলে- মোঃ শামছুল হক, মোঃ নুরুল হক ও মোহাম্মদ উল্ল্যা। উনার দ্বিতীয় ভাই এলাহি বক্স এর তিন ছেলে- আলী হায়দর, আলী হোসেন ও আলী আশ্রাফ। উনার তৃতীয় ভাই আবদুল কাদেরের এক ছেলে মরহুম গোলাম ছরওয়ার। আমার দাদার চতুথ ছেলে নুর বক্স অর্থ্যাৎ আমার পিতা। আমরা তিন ভাই চার বোন। আমার বড় ভাই বদিরউজ্জামান সাহেবের তিন ছেলে- মহিশুজ্জামান, আবুল কালাম ও শামছুর রহমান এবং ছয় মেয়ে। আমার তিন ছেলে- টিটু, টিংকু ও শমির। আমার পিতার পঞ্চম ভাই আবদুল মান্নান সাহেবের কোন পুত্র সন্তান ছিল না। এক মাত্র মেয়ে তফুরা খাতুন। আমার পিতার ভাই আবদুল খালেকের এক ছেলে মোহাম্মদ উল্ল্যা। আমার পিতার কনিষ্ঠ ভাই আবদুল মালেকের দুই ছেলে- খলিলুর রহমান ও লাতু মিয়া। সব চাচা জেঠাদের মধ্যে তিন জন মূল বাড়ীতে থেকে যান এবং বাকী চারজন ধোপাবাড়ীতে চলে আসেন। আমার বড় ভাই দেশের বাড়ীতে থাকতেন। আমার দুই ভাই বতমানে ঢাকায় বাড়ী করে ঢাকায় থাকে। আমার তিন ছেলের মধ্যে বড় ছেলের জন্ম ১৯২৮ সালে। আমার ছোট বেলায় আমার পিতা মৃত্যু হয়। আমি ১৯৫০ সালে মেট্টিক পাশ করে ঢাকায় এসে চাকুরী নিই এবং চাকুরী অবস্থায় পাশ করি। আমি ১৯… সালে অবসর গ্রহন করি। আমার ছেলে আমিরিকায় বসবাস করে।
লেখকঃ এ.কে.এম গিয়াস উদ্দিন শফিকুর রহমান