Skip to content Skip to main navigation Skip to footer

আলহাজ্ব মরহুম মৌলভী মোহাম্মদ উল্ল্যা আঢ্য

  • এপ্রিল 25, 2024

(১৯৩০-২০০২)

পিতাঃ মরহুম জনাব মোঃ ছলিম উদ্দিন আঢ্য

আমার পিতা আলহাজ্ব মৌলভী মোহাম্মদ উল্ল্যা আঢ্য সাহেবের জন্ম ১৯৩০ সালে। ৭২ বৎসর ২০০২ সালের ১৭ জুন ইন্তেকাল করেন। উনি ২০০০ সালে হজ্জ পালন করেন। আমার দাদারা তিন ভাই ছিলেন। যথাক্রমে রহিম উদ্দিন আঢ্য, ছলিম উদ্দিন আঢ্য ও জালাল উদ্দিন আঢ্য। আমার দাদা মরহুম জনাব মোঃ চলিম উদ্দিন আঢ্য, পিতাঃ মরহুম জনাব আফসার উদ্দিন আঢ্য সাহেবের ২য় ঘরের সন্তান। আফসার উদ্দিন আঢ্য সাহেব ৩ বিয়ে করেছিলেন। আমার বড় দাদা রহিম উদ্দিন আঢ্য সাহেবের দুই ছেলে। আলী আকবর ও আলী আজ্জম। আলী আকবরের দুই ছেলে ফজলুল হক ও আবু তাহের মূল বাড়ীতে থেকে যান। রহিম উদ্দিনের ছোট ছেলে আলী আজ্জম খামার বাড়ীতে চলে আসেন। উনার তিন ছেলে- রহুল আমিন, শামছুল হক ও শাহ আলম (ডাঃ)। আমার দাদা সলিম উদ্দিন আঢ্য সাহেবের পাঁচ ছেলে- মোশারফ, আবদুর রব, আবদুর রশীদ, মৌলভী মোহাম্মদ উল্ল্যা ও আমিন উল্ল্যা ভেলা এবং দুই মেয়ে।

আমরা ৫ ভাই ও ৫ বোন। আমি সকলের বড়। আমি লেখাপড়া শেষ করে সৌদি আরব চলে যাই। দীঘ ২০ বৎসর থাকার পর এখন বাড়ীতে থাকি। আমার ছোট সব ভাইয়েরা সকলে চাটখিল বাজারে কাপড়ের ব্যবসা করে এবং সেজো ভাই ইতালী থাকে। আমার চাচা-জ্যাঠাদের মধ্যে আমার ছোট চাচা আমিন উল্ল্যা ভেলাই বতমানে জীবিত আছেন।

লেখকঃ এ.কে.এম গিয়াস উদ্দিন                                                                        শহীদ উল্ল্যা

There are no comments yet

Leave a Comment